বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন

উরুগুয়ের জার্সিতে আর দেখা যাবে না এডিনসন কাভানিকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাভানি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ করেন কাভানি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। এরপর থেকেই দলের বাইরে আছেন এই স্ট্রাইকার। দেশের হয়ে খেলেছেন ১৩৬ ম্যাচ। যেখানে গোল করেছেন ৫৮টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি।

আসন্ন কোপা আমেরিকা দলে জায়গা পাননি কাভানি। ক্লাব পর্যায়েও আগের সেই ফর্মে নেই। বয়সটাও বেড়েছে। সব মিলিয়ে অবসরের সিদ্ধান্ত নিলেন উরুগুয়ের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

ইনস্টাগ্রামে বার্তায় কাভানি লিখেছেন, ‘আমার প্রিয় ভক্তরা, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি বেশিকিছু বলতে চাই না। শুধু গভীর অনুভূতি নিয়ে আজ আমার কিছু বলার আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা দীর্ঘ বছর ধরে আমার এই পথের অংশ ছিলেন।’

‘উরুগুয়ে জাতীয় দলের এই জার্সিটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এই জার্সিতে গায়ে দিতে পেরে আমি সর্বদা গর্বিত ছিলাম। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারার বছরগুলো আমার জন্য নিঃসন্দেহে অনেক মূল্যবান ছিল। আমার বলার এবং মনে রাখার হাজার হাজার জিনিস আছে। আজ আমি আমার কর্মজীবনের এই নতুন পর্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই।’

কাভানি আরও লিখেছেন, ‘আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে একধাপ সরে যাব। আমি সবসময় স্পন্দিত হৃদয়ের সঙ্গে এই জার্সি এবং আরও অনেক কিছুই মনে রাখব। আমি আমার সমস্ত ভক্তদের আলিঙ্গন পাঠাতে চাই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft