মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন

উরুগুয়ের জার্সিতে আর দেখা যাবে না এডিনসন কাভানিকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাভানি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ করেন কাভানি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। এরপর থেকেই দলের বাইরে আছেন এই স্ট্রাইকার। দেশের হয়ে খেলেছেন ১৩৬ ম্যাচ। যেখানে গোল করেছেন ৫৮টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি।

আসন্ন কোপা আমেরিকা দলে জায়গা পাননি কাভানি। ক্লাব পর্যায়েও আগের সেই ফর্মে নেই। বয়সটাও বেড়েছে। সব মিলিয়ে অবসরের সিদ্ধান্ত নিলেন উরুগুয়ের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

ইনস্টাগ্রামে বার্তায় কাভানি লিখেছেন, ‘আমার প্রিয় ভক্তরা, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি বেশিকিছু বলতে চাই না। শুধু গভীর অনুভূতি নিয়ে আজ আমার কিছু বলার আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা দীর্ঘ বছর ধরে আমার এই পথের অংশ ছিলেন।’

‘উরুগুয়ে জাতীয় দলের এই জার্সিটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এই জার্সিতে গায়ে দিতে পেরে আমি সর্বদা গর্বিত ছিলাম। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারার বছরগুলো আমার জন্য নিঃসন্দেহে অনেক মূল্যবান ছিল। আমার বলার এবং মনে রাখার হাজার হাজার জিনিস আছে। আজ আমি আমার কর্মজীবনের এই নতুন পর্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই।’

কাভানি আরও লিখেছেন, ‘আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে একধাপ সরে যাব। আমি সবসময় স্পন্দিত হৃদয়ের সঙ্গে এই জার্সি এবং আরও অনেক কিছুই মনে রাখব। আমি আমার সমস্ত ভক্তদের আলিঙ্গন পাঠাতে চাই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft