প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
জাপান সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামী ২০-২৩ মে দেশটিতে সফর করবেন তিনি। এসময় তিনি জাপানের রাজা নারুহিতো ও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন।
শুক্রবার (১০ মে) টোকিও এক বিবৃৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের ডি-ফ্যাক্টো এ নেতার ২০১৯ সালের পর এটি প্রথম জাপান সফর। এসময় তিনি রাজা নারুহিতোর দেয়া ভোজ সভায় যোগ দেবেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির সরকার।
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, কিশিদা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে ‘বিস্তৃত পরিসরে’ আলোচনার পরিকল্পনা করেছেন।
সৌদি আরব জাপানের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী এবং সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জাপানের গেমিং জায়ান্ট নিন্টেন্ডো কোম্পানির বিদেশি বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত হয়েছে। সৌদি সার্বভৌম সম্পদ তহবিল এখন কিয়োটো-ভিত্তিক গেম কম্পানির ৮.৩ শতাংশ মালিক।
সূত্র: জাপান টাইমস