প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪, ৭:২০ অপরাহ্ন
গুঞ্জন ডানা মেলতে মেলতে অবশেষে কিলিয়ান এমবাপ্পে নিজেই এবার পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাবটি ছাড়ছেন এমবাপ্পে। তিনি পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে জোর আলোচনা, কোথায় যাচ্ছেন এই ফরাসি তারকা?
অনেক দিন ধরেই অবশ্য গুঞ্জন আছে পিএসজি ছাড়ার পর এমবাপ্পের ঠিকানা হবে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরও একই আলোচনা চলমান আছে। যদিও ২৫ বছর বয়সী ফরাসি তারকা তাঁর পরবর্তী ঠিকানার কথা নিশ্চিত করেননি।
পিএসজি ছাড়ার ঘোষণা বার্তায় এমবাপ্পে বলেন, 'আমি সব সময় আপনাদের বলে এসেছি যে, যখন উপযুক্ত সময় আসবে, তখন আমি (ক্লাব ছাড়ার বিষয়ে) বলব। পিএসজিতে এটাই আমার শেষ মৌসুম। আমি চুক্তি নবায়ন করব না। কয়েক সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে আমার এই যাত্রা শেষ হয়ে যাবে।'
পিএসজির জার্সিতে খেলতে পারা নিজের জন্য বেশ আবেগের ছিল বলেও জানিয়েছেন এমবাপ্পে, 'এটা ভীষণ আবেগের ব্যাপার। অনেক বছর (এই ক্লাবে কাটিয়েছি) যারা আমাকে এখানে আসতে দিয়েছিল। আমি সবচেয়ে বড় ফরাসি ক্লাব ও বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সদস্য হওয়ার সুযোগ ও মহান সম্মান পেয়েছি।
নতুন চুক্তির বিষয়ে এমবাপ্পে মুখ না খুললেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতা হয়েছে তাঁর। সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থাকায় এখনই তাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পক্ষে নয় স্প্যানিশ ক্লাবটি।