মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
শাহজাহান ওমরের বিরুদ্ধে প্রার্থিতা চ্যালেঞ্জের রিট খারিজ
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) প্রার্থিতা আজ বুধবার বিচারপতি এটিএম মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ বৈধ ঘোষণা করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন।

এর আগে হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ঝালকাঠি-১ আসনের নাসরিন খানম নামে এক নারী ভোটার এ রিট দায়ের করেন।

প্রার্থিতা বাতিল চেয়ে মামুন নামের আরেক ব্যক্তির আবেদনের শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। তাঁর আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৯ নভেম্বর জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর একদিন পরই ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে টিক দিয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পর ঢাকায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’

এ সময় খালেদা জিয়া ও বিএনপির নির্বাচন বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, ‘হ্যা, আমি খালেদা জিয়ার মুক্তি চাই এখনও। বেটার অপশন রেখে আমি কেন স্বতন্ত্র প্রার্থী হব? আমি মনে করি, ১৪ ও ১৮–তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত বলে আমি মনে করি।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি নির্বাচনে যেতে চাই, সে যে মার্কায় হোক। যেখানে আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft