শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পটিয়ায় জনতার তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী সামশুল
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৯:০০ অপরাহ্ন

আজ শনিবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি দুর্গাবাড়ি এলাকায় স্থানীয় জনতা ও নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের তোপের মুখে পড়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি স্বতন্ত্র ঈগল প্রার্থী সামশুল হক চৌধুরী।  

পটিয়ার দক্ষিণ ভূর্ষি সবুজসঙ্গ দুর্গাবাড়ি এলাকায় নৌকার সমর্থকদের পূর্ব নিধারিত কর্মসূচি চলছিল। এ সময় সেখানে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী দলবল নিয়ে উপস্থিত হন।

ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও মারমুখী অবস্থার সৃষ্টি হলে পুলিশ এসে উত্তেজনা থামিয়ে দেয়।  

এ ব্যাপারে দক্ষিণ ভূর্ষি ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহাবুর আলম মেম্বার জানান, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী গণসংযোগ ও প্রচারণা চলছিল। এমন সময় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী বহিরাগত লোকজন নিয়ে গাড়িবহরে আমাদের প্রচারণায় বাধা সৃষ্টি করে। এ সময় তাদের স্থানীয় জন সাধারণ প্রতিরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সোলাইমান নিকট জানতে চাইলে তার মোবাইর ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft