শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
২৩ বছর বয়সেই ১৪ শিরোপা আলভারেজের
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ন

খুব বেশি দীর্ঘ নয় জুলিয়ান আলভারেজের পেশাদার ক্যারিয়ার। শীর্ষ পর্যায়ে মাত্র ৫ বছর ধরে খেলছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। বয়সও খুব বেশি নয়, মাত্র ২৩ বছর। এই  এই অল্প সময়েই অনেক শিরোপা ঘরে তুলেছেন তিনি। তার নামের পাশে আছে ১৪টি শিরোপা।

আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে ২০১৮ সালে শীর্ষ পর্যায়ে খেলা শুরু করেন আলভারেজ। এরপর থেকে ছুটছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন কোপা লির্বার্তাদোরেস, সুপারকোপা আর্জেন্টিনা, রেকোপা সুদামেরিকা, আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন, কোপা আর্জেন্টিনা, ট্রোফেও ডি ক্যাম্পেওনস জিতেছেন তিনি।

২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ। ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ।

জাতীয় দলের হয়েও তার অর্জনের শেষ নেই। কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতেছেন। ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তিটা তো দেশের হয়েই এসেছে আলভারেজের হাতে। ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। কাতারের ওই আসরে ৭ ম্যাচে ৪ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। দেশের হয়ে ২৮ ম্যাচে তার গোল মোট ৭ টি, অ্যাসিস্ট একটি।

ক্লাব ক্যারিয়ারে স্রেফ দুটি দলের হয়েই খেলেছেন আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে ৮১ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট ৪৫টি। বেশি গোল করেছেন রিভার প্লেটের হয়ে, ৫৪টি। সিটির জার্সি জালের দেখা পেয়েছেন ২৭ বার।

আলভারেজের শিরোপাসমূহ: ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা. ফিনালিসিমা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কোপা লির্বার্তাদোরেস, আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন, কোপা আর্জেন্টিনা, সুপারকোপা আর্জেন্টিনা, ট্রোফেও ডি ক্যাম্পেওনস, রেকোপা সুদামেরিকা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft