মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ইসলামপুরে নির্বাচন বর্জনে জনমত গড়তে বিএনপির লিফলেট বিতরণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৬:১২ অপরাহ্ন

বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরের ইসলামপুর উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। 

তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে এবং রাত পোনে ৮টার দিকে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। 

লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের নির্বাচনের নামে সার্কাস অনুষ্ঠানের আয়োজন করেছে। আওয়ামী লীগের সভানেত্রী সার্কাস মার্কার নির্বাচনের সিংহভাগ প্রার্থীর নাম দিয়েছেন ডামি। কাজেই এ ডামি প্রার্থীর নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।'

উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, 'আওয়ামী লীগবাদীরা রাষ্ট্রীয় ক্ষমতাকে জবরদখল করতে একটি পাতানো এবং একতরফা নির্বাচনের দিকে বেপরোয়া হয়ে উঠছে। এই নির্বাচনী তামাশা’ জনগণ কখনো মেনে নেবে না।'

এ সময় তিনি জনসাধারণকে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের স্বার্থে ভোট বর্জন করে বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানান। এসময় হাজার হাজার মানুষ অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft