প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
রাতে লা লিগায় এ বছরের শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে মাঠে নামে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষের মাঠে এদিন কিছুই পক্ষে ছিলো না রদ্রিগো, টনি ক্রুস, জুড বেলিংহ্যামদের মতো তারকাদের দেখে মনে হচ্ছিল ক্লান্ত।
এমন ম্যাচে লস ব্লাঙ্কোসদের বিপদ আরও বাড়ে নাচো ফার্নান্দেজের লাল কার্ড। এরপরও শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে তিন পয়েন্ট নিয়েই ফিরেছে ইউরোপের অন্যতম সফল দলটি। এতে লিগ টেবিলের শীর্ষে উঠে বছর শেষ করল লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠল রিয়াল। একই রাতে অন্য ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হাতছাড়া করলো জিরোনা। তাদের পয়েন্ট ৪৫ হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে আসরে চমক জাগানো দলটি।
এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু ভালভার্দের কোনাকুনি শট প্রতিহত করেন আলাভেস গোলরক্ষক। এরপর নিষ্প্রাণ কেটেছে প্রথমার্ধের বাকি সময়। কোনো গোল না পেয়ে প্যাভিলিয়নে ফিরেছে দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতে অনেক বড় থাক্কাটা খায় রিয়াল। ম্যাচের ৫৪ মিনিটে লাল কার্ড পেয়ে ১০ জনের দলে পরিণত হয় ইউরোপের অন্যতম সফল দলটি। আলাভেসের ফরোয়ার্ড সামু ওমোরোদিওনকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের। প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি, তবে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি।
সব ছাপিয়ে ম্যাচের ৭৫ মিনিটে রদ্রিগোর লক্ষ্যভ্রষ্ট শট আবারও হতাশ করে গ্যালাক্টিকোদের। তবে ম্যাচের যোগ করা সময়ে দলকে আনন্দে ভাসান লুকা ভাসকেস। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে বছর শেষ করে কার্লো আনচেলত্তি শিষ্যরা।