বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া কিউইরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডেতে জয় অধরা বাংলাদেশের। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে টাইগাররা। তবে বংলাদেশ হারলেও দুটি ম্যাচেই সফরকারীরা ভালো ক্রিকেট খেলেছেন বলে মনে করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। 

এমনকি দুইটি ম্যাচেই তাদের চাপে ফেলেছে বলে মনে করেন এই কিউই তারকা। তবে নেলসনে শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিকরা, এমনটায় আশা করছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।  
 
আগামী শনিবার ভোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে আজ এক সাক্ষাৎকারে রাচিন বলেছেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনো কখনো তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রাখছে। তাদের দিনে তারা ভালো দল।’

দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও শেষ ম্যাচটি হালকাভাবে নিচ্ছে না কিউইরা। এই ম্যাচেও জয়ে চোখ তাদের। এ নিয়ে রাচিন বলছিলেন, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব। ফলাফল যাই হোক আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে হবে। নিউজিল্যান্ড দলে আমার চেয়েও অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা সবাই নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাই। যখনই সুযোগ পাব সেটা কাজে লাগাতে হবে।’

বাংলদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। টাইগারদের সামনে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জয়ের হাতছানি, পাশাপাশি হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।  ওয়ানডে সিরিজের পর দুই দল ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft