শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
প্রত্যেক ভোট কেন্দ্রে ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মী থাকবে: সাদ্দাম হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৮:২৬ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিকএর নৌকার বিজয় নিশ্চিত করতে বৃহস্পতিবার জেলা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় গণসংযোগকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, 'আমরা স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের কথা বলেছি, ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি আমরা গঠন করেছি। সারা দেশে ৪৩ হাজার ভোট কেন্দ্রে প্রায় ৮ লাখ নেতা কর্মী সম্পৃক্ত থাকবে। প্রতিটি কেন্দ্রে ছাত্রলীগের ২০ জন করে নেতা কর্মী সম্পৃক্ত থাকবে।'

এ সময় সাদ্দাম হোসেন বলেন, 'ছাত্রলীগের মূল লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের পরাজিত করা, বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যাতে তাদের রায় দিতে পারে সেই ব্যাপারে ছাত্র ও তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করবে।' 

ছাত্রলীগের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করা উল্লেখ করে সাদ্দাম বলেন, 'তরুণ প্রজন্মের নিরাপত্তা এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। স্মার্ট বাংলাদেশ তরুণ প্রজন্মের ড্রিম। এই স্মার্ট বাংলাদেশকে যেন আমরা রাজনৈতিকভাবে বিজয়ী করতে পারি, আন্দোলনের মাঠে বিজয়ী করতে পারি এবং নিরঙ্কুশ ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করতে পারি- সেটিই আমাদের লক্ষ্য।' 

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি, জেলরোড, ক্রীড়া সংস্থার সড়ক, আলফাত স্কয়ার, ডিএসরোড ও ফল বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গণসংযোগ করে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft