প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে আজ বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
এর আগে ১৯ ডিসেম্বর শামীম প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ১৮ ডিসেম্বর শামীমের রিট খারিজ করে দেন বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী শামীমের মনোনয়ন বাতিল করে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হলফনামায় তথ্য গোপন করেন। ফলে গত ৮ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী আজাদ।
মনোনয়নপত্রে শামীম দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চান তিনি। পরে অভিযোগ সত্য হওয়ায় আপিলে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল করে ইসি। শামীম ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও আজাদ উপদেষ্টা কমিটির সদস্য।