প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন
আগামী ৭ জানুয়ারি-২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ অনুষ্ঠিত করার দিনাজপুর জেলার (নির্বাচনি এলাকা ১১ দিনাজপুর- ৬) এর হাকিমপুর উপজেলায় ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার গনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ১২ টায় প্রতিষ্ঠানের দ্বিতল ভবনে আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অমিত রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এই আসনে নির্বাচনের সমন্বয়ক দেবাশীষ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মুমিনুল করিম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার শতভাগ নিশ্চয়তা প্রদান করেন। এছাড়াও একটি কেন্দ্রে ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা করা পর্যন্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার গনের করণীয় ও ভোট কেন্দ্রে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা সম্পর্কে আলোচনা করেন। সবশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, আগামী ৭ তারিখের নির্বাচন হবে (আলিফ) অক্ষরের মতো এবং আগামী ৮ তারিখে হাকিমপুর উপজেলায় নির্বাচনে অপ্রিতিকর ঘটনা পড়তে চাই না।
উল্লেখ্য, হাকিমপুর উপজেলায় ২৫ ভোট কেন্দ্রের জন্য ২৭ প্রিজাইডিং অফিসার ১৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৫০ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।