প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:২০ অপরাহ্ন
ওয়ানডে বিশ্বকাপের পর ফের বেজে ওঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামামা। এতে নতুন মাত্রা যোগ করেছে সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আইপিএল নিলামে নাম ছিলো তিন বাংলাদেশির পেসার।
যেখানে নিলামে মুস্তাফিজুর রহমামের ভিত্তি মূল্য ২ কোটি রূপি, তাসকিন আহমেদ ৭৫ লক্ষ আর শরিফুল ইসলাম রয়েছেন ৫০ লক্ষ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তবে এদের মধ্যে খেলার অনুমতি পেয়েছেন শুধু মুস্তাফিজ, এমনটাই জানায় ক্রিকবাজের এক প্রতিবেদনে।
ক্রিকবাজের তথ্য অনুসারে, মুস্তাফিজকে অনুমতি দেয়া হলেও জুড়ে দেয়া হয়েছে বিশেষ শর্ত। ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন এই পেসার। এখনও লিগের চূড়ান্ত সূচি প্রকাশ না করা হলেও ধারণা করা যাচ্ছে যে মে মাসের শেষদিকে পর্দা নামবে টুর্নামেন্টের। অর্থাৎ পুরো মৌসুম খেলার সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজও।
এছাড়া ক্রিকবাজের প্রতিবেদনে আরও জানায়, ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামের আগে বিভিন্ন দেশের বোর্ড নিজেদের ক্রিকেটারদের আইপিএলে খেলা না খেলার ব্যাপারে বিসিসিআইকে জানিয়েছে। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড পুরো আইপিএলের জন্য ক্রিকেটারদের এনওসি দিতে সম্মত হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সীমিত সময়ের জন্য ক্রিকেটারদের আইপিএলে পাঠাতে রাজি হয়েছে।
দুনিয়ার সবচেয়ে বড় আর জমজমাট ১২০ বলের ক্রিকেটের এই টুর্নামেন্টে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান। এর আগের আইপিএলে ছিলেন লিটন দাসও। তবে এবার এই দুইয়ের কেউ নেই নিলামে। নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন ১১৭৬ জন ক্রিকেটার, যেখানে নাম লিখিয়েছেন সবমিলিয়ে ৩৩৩ জন ক্রিকেটার।
৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। তবে দল পাবেন কেবল ৭৭ জন ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ আছে এবারের নিলামে।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। বাংলাদেশ সময় দুপুর তিনটা থেকে শুরু হবে নিলাম। সরাসরি দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।