প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:০০ অপরাহ্ন
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের প্রায় অর্ধেক সময় কেটে গেল ইনজুরি নিয়ে। এই মুহূর্তে সুস্থ হয়ে দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে কতদিন পরে তিনি মাঠে ফিরতে পারবেন, সেটি এখনও নিশ্চিত নয়।
আজ সোমবার সামাজিক মাধ্যমে নেইমার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়ার ভয়াবহ অবস্থা দেখা যায়। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ব্যথা ছাড়া প্রতিকার পাওয়া যায় না, পতন ছাড়া ওঠার মধ্যে পুণ্য নেই এবং অসুবিধা ছাড়া জয় হতে পারে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’
নেইমারের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফিজিওর সাহায্যে তিনি পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন। বিছানায় শুয়ে-বসে সেই কাজটি করতেই নেইমারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কখনও ব্যথায় চিৎকার করছেন, কখনও সেটি সহ্য করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রিয় তারকার এমন অবস্থা দেখে অনেকেই লিখেছেন, 'আপনি ব্যথা সহ্য করার মতো শক্তিশালী হয়ে উঠুন। আমাদের ভালোবাসা আপনার প্রতি রয়েছে। আশা করছি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন।'
গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ৪৪তম মিনিটে চোট পান নেইমার। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার।
এরপরে ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয় তার পায়ে। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ফরাসি লিগের ম্যাচে অ্যাঙ্কেলের চোটে পড়ে পাঁচ মাসের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার।