শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী ঈগল প্রতীক পেলেন
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল প্রতীক পেয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করে জেলা রিটার্নিং অফিসার। 

এসময় ফরিদপুরের ৪ টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এদিন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার উপস্থিত ৪ টি আসনের প্রার্থী, প্রার্থীদের সমর্থক ও প্রস্তাবকের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রস্তাবক জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. আবুল বাশার উপস্থিত থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ঈগল প্রতীক দাবি করেন। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমান চৌধুরী নিক্সনের জন্য ঈগল প্রতীক বরাদ্দ করেন। 

এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, এখন থেকেই আপনারা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। তবে অবশ্যই সকলে নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। কেউ কারো বিরুদ্ধে উস্কানি মূলক কোন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন। 

এছাড়া ফরিদপুরের বাকী ৩ আসনের মধ্যে ফরিদপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, ফরিদপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ও ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ এই তিন জনও প্রতীক হিসেবে ঈগল চেয়েছেন ও পেয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft