প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:১১ অপরাহ্ন
বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পের কাছে ৩-২ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হারটি কাতালান ক্লাবটি বড় ধাক্কাই খেয়েছে। চলতি মৌসুমে সবশেষ নয় ম্যাচের মধ্যে বার্সা চারবার পরাজয়ের স্বাদ পেলো। তবুও সমালচকদের এক হাত দেখে নিলেন ফেররান তরেস।
ম্যাচের পর সাংবাদিকদের স্প্যানিশ জায়ান্টদের ফরোয়ার্ড বলেন, ‘বাইরের সমালোচকরা আমাদের ধ্বংসের চেষ্টা করে। আমাদের বিচলিত করে দেয়। কিন্তু আমরা সবকিছু ঘুরিয়ে দেবো। বাইরে থেকে নানা রকম আওয়াজ আসে। তবে এসবের সঙ্গেই আমাদের বাঁচতে হবে।’
লা লিগায় জিরোনার কাছে ৪-২ গোলে হারের পর আগে থেকেই চাপের মুখে রয়েছেন জাভি হার্নান্দেজ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত হলেও এন্টওয়ার্পের বিপক্ষেও হেরে যাওয়ায় সেই চাপ আরও বহুগুণে বেড়েছে। যদিও কোচের প্রতি পূর্ণ সমর্থনের কথাই তরেস জানালেন।
‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং উনার চিন্তাধারার সঙ্গেই আছি। কোচের সমালোচনা করা সহজ, কিন্তু খেলোয়াড়রা মাঠে থাকে।’
এদিকে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমি এমন পারফরম্যান্সে চিন্তিত। আমরা খারাপ সময়ে আছি। পরপর দুটি ম্যাচে খারাপ ফলাফল। আমাদের আত্মসমালোচনা করতে হবে। উন্নতি করতে হবে। দলগুলো আমাদের বিপক্ষে সুযোগ তৈরি করছে এবং আমরা নিজেদের তৈরি করতে ভুগছি।’
‘খেলোয়াড়রা আজ তাদের সেরা অবস্থানে ছিল না। কিন্তু আমি তাদের সম্পর্কে নেতিবাচক কথা বলতে পছন্দ করি না। তারা যা দেখাচ্ছে, এর চেয়ে বেশি দেখানোর সামর্থ্য তাদের আছে। ব্যক্তিগত ভুলের মূল্য আমাদের দিতে হচ্ছে।’
‘এটা আত্মবিশ্বাসের প্রশ্ন। এই ক্লাবে জার্সির ওজন অনেক বেশি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকে আছি এবং মৌসুমের চারটি ট্রফি জেতার জন্য লড়াই করছি।’
গণমাধ্যমে খবর অনুসারে, প্রাথমিকভাবে দল থেকে বাদ পড়েছিলেন রবার্ট লেভান্ডোভস্কি, রোনাল্ড আরাউজো এবং ইলকায় গুনডোয়ান। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার চাপে নাকি পরে তাদের দলে নিতে বাধ্য হন জাভি। লেভান্ডোভস্কি শেষ পর্যন্ত এন্টওয়ার্পের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন গুনডোয়ান।
যদিও জাভিকে চাপ দেয়ার কথা অস্বীকার করেছেন লাপোর্তা। তার অভিযোগ, এমন বানোয়াট গল্প অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করেছে।