প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আয়োজনের অনুমতির জন্য বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেছে বিএনপির প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান। তবে পুলিশ কমিশনার না থাকায় বিএনপির আবেদনপত্রটি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। যদিও অনুমতির বিষয়ে পুলিশ বিএনপি নেতাদের কিছু বলেনি।
পরে সাংবাদিকদের নিতাই রায় বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে।’
তিনি আরো বলেন, ‘বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. মহিদের সঙ্গে কথা বলেছি।