প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম দিন প্রথম ইনিংসে ৫ উইকেট হারানো কিউইরা ব্যাট করতে নেমেছে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে। ক্রিজে থাকা ড্যারেল মিশেল ১৭ রান করেছেন। তার সঙ্গী গ্লেন ফিলিপস ৩১ রানে খেলছেন।
এর আগে ১২.৪ ওভারে ৫৫ রান তুলে ৫ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। কোন বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিনও ভেজা মাঠের কারণে প্রায় এক সেশন খেলানো সম্ভব হয়নি। ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের হয়ে ৩৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এছাড়া মিরাজ করেন ২০ রান।
বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের তিন স্পিনার। গ্লেন ফিলিপস ১২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্যান্টনার ৬৫ রানে ৩টি ও এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অন্য দিকে বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২ উইকেট।