শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
শ্রমিক সেজে চা-পাতা তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:০০ অপরাহ্ন

চা বাগানের শ্রমিকদের মতো করে বাগান থেকে চা-পাতা তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার মকাইবাড়ি চা বাগানে অন্যরকম এই দৃশ্য দেখা গেল। 

শ্রমিকেরা যেভাবে মাথা থেকে পিঠের দিকে ঝুড়ি ঝুলিয়ে চা-পাতা তোলেন, ঠিক সেভাবেই বাগান থেকে চা-পাতা তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত পারিবারিক অনুষ্ঠান ও সরকারি কাজে ৭ দিনের সফরে রাজ্যের উত্তরবঙ্গ সফর করছেন তিনি।

কার্শিয়াংয়ে সফরে এসে মকাইবাড়ি টি এস্টেটের ম্যানেজারের বাংলোয় ওঠেন মমতা। এদিন ভাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশের বিয়ে থাকলেও তিনি সেই অনুষ্ঠানে যাননি। তবে বিয়ের পর নবদম্পতি মমতার আশীর্বাদ নিতে আসবেন। তার আগে বৃহস্পতিবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েন জনসংযোগ কর্মসূচিতে।

এদিন চা-পাতা তোলার পাশাপাশি চায়ের কাপে চুমুকও দেন তিনি। সুযোগ-সুবিধা করে বিভিন্ন বিষয়ে বাগানের শ্রমিকদের সঙ্গে খোলামেলা কথাও বলেন। সবুজে ঘেরা চা বাগানে খোদ মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে চা বাগানের শ্রমিকেরা তাদের নিজস্ব ভাষায় গান গেয়ে শোনান, তাল মেলাতে দেখা যায় মমতাকেও।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাহাড় ও সমতলের মধ্যে ঐক্যের বাঁধন তৈরি হয়েছে। আমরা সবাই একসঙ্গে কাজ করবো। আমি কিন্তু মুখে বলি না, আমি রক্তের সম্পর্ক দিয়ে করে দেখাই। আমি আজ খুব খুশি। চা বাগান ভালো থাকুক, চা শ্রমিকরা ভালো থাকুক।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft