প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১:৪০ অপরাহ্ন
একপ্রান্তে স্বীকৃত ব্যাটারদের হারিয়ে দায়িত্ব নিয়ে আরেকপ্রান্ত থেকে উইকেট ধরে রাখলেন মেহেদী হাসান মিরাজ। তাতে শেষদিকে দরকারি কিছু রান যোগ হয়েছে বোর্ডে। মিরাজ তুলে নিয়েছেন ফিফটি। শান্ত তো সেঞ্চুরি করেছেন আগেরদিনই। সবমিলিয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
সিলেট টেস্টের চতুর্থ দিনে নুরুল হাসান সোহানের বিদায়ের সময় ১৯ রানে ছিলেন মিরাজ। সেখান থেকে টেলের ব্যাটারদের নিয়ে আরও ৪৭ রান যোগ করেছেন। যাতে তার অবদান ৩১ রান। ৫ চারে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করতে ৭৬ বল খেলেছেন স্পিন-অলরাউন্ডার। অন্যপ্রান্তে সঙ্গী না পেয়ে ঠিক ৫০ রানে অপরাজিত থেকে ফিরেছেন মিরাজ।
বৃহস্পতিবার কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টিম টাইগার্স। শুক্রবার শেষ করেছে ৩৩৮ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থেমেছিল সফরকারীদের প্রথম ইনিংস।
চায়ের শহরে শুক্রবার চতুর্থ দিনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সাজঘরের পথ ধরেন সেঞ্চুরিয়ান শান্ত। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন টাইগার অধিনায়ক।
আগেরদিনের ১০৪ রানের সঙ্গে আর ১ রান যোগ করে নিজের দ্বিতীয় ইনিংস শেষ করেন শান্ত। ১০ চারে ১৯৮ বলে ১০৪ রান আসে তার ব্যাটে। শান্তর বিদায়ে মুশফিকুর রহিমের সঙ্গে ভাঙে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।
পরে উইকেটে থিতু হতে পারেননি শাহাদাত হোসেন। ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ১৯ বলে ১৮ রান করেছেন অভিষিক্ত ডানহাতি।
দিনের শুরুতে খানিক নড়বড়ে ব্যাটিংয়েও ফিফটি তুলেছেন মুশফিক। টেস্টে ২৭তম ফিফটিতে পৌঁছাতে খেলেছেন ৭৯ বল। শেষপর্যন্ত ১১৭ বলে ৭ চারে ৬৭ রানে অ্যাজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
প্যাটেলের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ হন সোহান। ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত করে প্যাডে। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়ে প্রথম জীবন পান তিনি। বেঁচে যান ৮ রানে থাকা অবস্থায়।
পরে গ্লেন ফিলিপসের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম স্লিপে ক্যাচ দেন। বল ধরতে ব্যর্থ হন ড্যারিল মিচেল। তার হাতে লেগে বল মাটিতে পড়ে যায়। ৯ রানে দ্বিতীয় জীবন পান সোহান। তা অবশ্য কাজে লাগাতে পারেননি। ফিলিপসের পরের ওভারে ১ চারে ২৭ বলে ১০ রানে থাকা অবস্থায় ফিরতি ক্যাচ দিয়েছেন।
সোধির করা বলে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন নাঈম হাসান। ১১ বলে ৪ রান আসে তার ব্যাটে। টিকতে পারেননি তাইজুল ইসলামও। ৬ বল খেললেও রান পাননি। শেষদিকে মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৩৩৮ রানে থামে টিম টাইগার্স।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। ঈশ শোধি দুটি ও একটি করে উইকেট নেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস।