মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
স্কালোনিকে দলে ভেরানোর চেষ্টায় রিয়াল মাদ্রিদ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ২:১৪ অপরাহ্ন

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। সেই সুযোগটা লুফে নিতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। বিশ্বজয়ী কোচকে সান্তিয়াগো বার্নাব্যুতে পেতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ স্কালোনির প্রতিনিধিত্বকারী জার্মান সংস্থাটির সাথে যোগাযোগ করেছে। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি মেসি-ডি মারিয়াদের কোচ।

এর আগে দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে মনোমালিন্য’র কারণে এমন ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথা রয়েছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। স্কালোনিকে তার স্থলাভিষিক্ত করতে চাচ্ছে রিয়াল।

যদিও এএফএ এখনও বিশ্বাস করছে, স্কালোনিকে জাতীয় দলের সঙ্গে থাকতে রাজি করাতে সক্ষম হবে। তাপিয়া নিজেই জলদি স্পেনে গিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে পারেন। ৪৫ বর্ষী কোচ তার পরিবারের সঙ্গে নিজ দেশে অবকাশ যাপনে আছেন। কয়েকদিন পর স্পেনে যাবেন।

স্কালোনির কোচিংয়ে ৬৬টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ৪৮টিতেই জিতেছে তার দল, ছয়টি করেছে ড্র। এর মধ্যে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। পরের বছর জেতে ফিনালিস্সিমাও।

কোচ হিসেবে তার সবচেয়ে বড় অর্জন ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জয়। পরে ফিফা দ্য বেস্টের বর্ষসেরা কোচের পুরস্কারও পান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft