প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১:০১ অপরাহ্ন
ভারতে মহারাষ্ট্রের থানে জেলার এক ব্যক্তি সুস্বাদু খাবার পরিবেশন না করায় তার ৫৫ বছর বয়সি মাকে হত্যা করেছে।
থানে গ্রামীণ পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি রোববার সন্ধ্যায় মুরবাদ তালুকের ভেলু গ্রামে ঘটেছে।
আজ মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের থানে জেলার এক ব্যক্তি তার মাকে সুস্বাদু খাবার পরিবেশন না করায় তার সাথে ঝগড়ার পরে তাকে হত্যা করেছে। অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, সেই ব্যক্তি প্রায়ই তার মায়ের সাথে ঘরোয়া বিষয় নিয়ে ঝগড়া করতেন। রোববার সন্ধ্যায় সেই ব্যক্তি আবার তার মায়ের সাথে ঝগড়া করে বলছিলেন, কেন তার মা তাকে সুস্বাদু খাবার রান্না করে পরিবেশন করেনি। তারপর সেই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার মায়ের ঘাড়ে আঘাত করলে, তার মা মারা যায়।
এই ঘটনা লক্ষ্য করে আশপাশের কিছু লোক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত সেই ব্যক্তি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিল বলে জানা গেছে। পরে তার আত্মীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এবং এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।
সোমবার (২৭ নভেম্বর) ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।