প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:০১ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের টালিগঞ্জের লেক অ্যাভিনিউ এলাকায় পোষা বিড়ালকে কার্নিশ থেকে বাঁচাতে গিয়ে পা ফসকে আট তলা ভবন থেকে পড়ে অঞ্জনা দাস নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, ৩০ বছর বয়সি অঞ্জনা তার মায়ের সাথে সেই বাসায় থাকতেন। তার কয়েকটি পোষা বিড়াল আছে।
আজ সোমবার সকাল থেকে অঞ্জনা তার বিড়ালকে খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জিজ্ঞেস করতে শুরু করেন। হঠাৎ বিড়ালকে ভবনের কার্নিশে দেখতে পান তিনি। তারপর বিড়ালকে উদ্ধার করতে নিজেই সেই কার্নিশে যান তিনি।
পুলিশ জানিয়েছে, ভবনের বাসিন্দারা জানিয়েছেন বিড়ালকে বিপজ্জনকভাবেই উদ্ধার করার চেষ্টা করছিলেন অঞ্জনা। সেটিকে উদ্ধার করার জন্য প্রথমে ছাদে যান অঞ্জনা, সেখান থেকেই সম্ভবত কার্নিশে নামার চেষ্টা করছিলেন। এসময় আচমকাই নিয়ন্ত্রণ হারান, আটতলা থেকে পড়ে যান নীচে।
এই ঘটনার পর অঞ্জনাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে তার।