শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

ব্যবসায় টিকে থাকতে বড় আকারে খরচ কমানোর কৌশল নিয়েছে টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া। প্রতিষ্ঠানটির ১৪ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে। 

প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৮৬ হাজার কর্মী রয়েছেন। একটি বিস্তৃত পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে কম্পানিটি।

এই পদক্ষেপটি কম্পানিকে ১০ থেকে ১৫ শতাংশ স্টাফিং খরচ কমাতে সাহায্য করবে এবং ২০২৪ সালে কমপক্ষে ৪২১.৪ মিলিয়ন ডলার সাশ্রয় করবে বলে অনুমান করছে নোকিয়া। সামগ্রিকভাবে এই পদক্ষেপ ২০২৬ সালের মধ্যে নোকিয়ার খরচ প্রায় ১.৩ বিলিয়ন ডলার পর্যন্ত কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। 

কম্পানির সিইও পেক্কা লুন্ডমার্ক এক বিবৃতিতে বলেছেন, ‘এই পরিবর্তন দ্রুত কাজ করবে। সবচেয়ে কঠিন ব্যাবসায়িক সিদ্ধান্তগুলো আমাদের জনগণকে প্রভাবিত করে।

আমাদের নোকিয়াতে অত্যন্ত মেধাবী কর্মী রয়েছেন এবং আমরা এই প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত প্রত্যেককে সমর্থন করব।’ ঘোষণাটি একই দিনে এসেছিল যেদিন নোকিয়া প্রত্যাশার চেয়ে খারাপ ফলাফলের কথা জানিয়েছে।

তারা বলেছে, তৃতীয় ত্রৈমাসিকে বিক্রয় এক বছর আগের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে, কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উচ্চ সুদের হার অপারেটরদের ব্যয়কে চাপ দিচ্ছে। গত বছরের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে মোবাইল নেটওয়ার্ক বিক্রয় ১৯ শতাংশ কমেছে।

সূত্র : সিএনএন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft