প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সম্ভাব্য ঢাকা সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি-২০ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর নিয়ে চলতি মাসের প্রথম ১৫ দিন মহাকর্মযজ্ঞতা চলছে বাংলাদেশের কূটনীতির অঙ্গনে।
এর শুরু হবে ৭ সেপ্টেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর ঘিরে। এর চারদিন পরে ১১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক জোট জি-২০ সম্মেলনে অংশ নিতে ৮ সেপ্টেম্বর যাবেন ভারতের নয়াদিল্লিতে।
এসব মিলিয়ে ঢাকার কূটনৈতিক অঙ্গনে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে শক্তিধর দুই দেশের রাষ্ট্রপ্রধান ও নীতিনির্ধারকদের সফরে হতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই।
রবিবার (৩ সেপ্টেম্বর) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।
জ্যেষ্ঠ সাংবাদিক কল্লোল ভট্টাচার্যের প্রতিবেদনে এই দুটি সফর ঢাকার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়, প্রায় ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন।
আর কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার ঘটনা এটাই হতে যাচ্ছে ইতিহাসে প্রথম।