প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা নেতা শি চিন পিংকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এই সপ্তাহে ভারতে জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। সেখানে যোগ দেবেন না শি চিন পিং। সেই কারণেই রবিবার হতাশা প্রকাশ করেন বাইডেন।
আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন।
নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না শি, এই প্রসঙ্গে করা এক প্রশ্নে উত্তর দিতে গিয়ে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি হতাশ, তবে আমি তাকেই দেখতে যাচ্ছি।’ এ বিষয়ে বিশদ আর কিছু বলেননি তিনি।
এর আগে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, জি-২০ সম্মেলনে সম্ভবত উপস্থিত থাকবেন না চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। তবে সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন।
জি-২০ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ভিয়েতনাম সফর করবেন তিনি।