প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন
আজ রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
নির্ধারিত ৫০ ওভারে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাড় করায় টাইগাররা। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান।
৮৯ রানের বিশাল জয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ ক্রিকেট দল।
অসামান্য অবদান রেখে দলকে এগিয়ে দিয়ে ম্যাচসেরা হন মেহেদী হাসান মিরাজ। মিরাজ ব্যাট হাতে করেন ১১৯ বলে ১১২ রান পাশাপাশি বল হাতে ৮ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে আরো আলো ছড়িয়েছেন আরেক টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শান্ত দলের হয়ে তুলে নেন দ্বিতীয় সেঞ্চুরী।
আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে একা জ্বলে উঠলেও দলকে জেতাতে পারেননি সেদিন শান্ত।