প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
জিম আফ্রো টি-টেনের ফাইনালে ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তবে তার দল জোবার্গ বাফেলোস হেরে যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরেক বাংলাদেশি লিটন দাসও পারলেন না ট্রফি উৎসব করতে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে তার দল সারে জাগুয়ার্স ৫ উইকেটে হেরে গেছে মন্ট্রিয়ল টাইগার্সের কাছে, যে দলের হয়ে খেলা সাকিব আল হাসান মাঝপথে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় গেছেন।
তার অনুপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আক্ষেপে পোড়ালো। ফাইনালে বাঁহাতি অলরাউন্ডার থাকতে না পারলেও চ্যাম্পিয়নশিপে তার নাম ঠিকই যুক্ত হয়ে গেছে।
রবিবার ব্র্যাম্পটনে শেষ বলে হারতে হয়েছে লিটনদের সারেকে। ১৩১ রানের লক্ষ্যে নেমে ডেথ ওভারে চাপে পড়েছিল মন্ট্রিয়ল। চার ওভারে লাগতো ৫২ রান।
প্রয়োজনীয় রান রেট বেড়ে যাওয়ায় ম্যাচে উত্তেজনা ছড়ায়। যদিও দুই ক্যারিবিয়ান শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল ভিন্ন গল্প হতে দেননি।
দুজনে শেষ দুই ওভারে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জেতান। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল মন্ট্রিয়লের, আর শেষ বলে ২ রান। রাসেল ছক্কা মেরে সারের স্বপ্ন ভেঙে দেন।
আম্মার খালেদের ওই ওভারের দ্বিতীয় বলেও ছয় হাঁকান ক্যারিবিয়ান তারকা। মাত্র ৬ বলে ১ চার ও ২ ছয়ে ২০ রানে অপরাজিত ছিলেন রাসেল।
আর ২৯ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৮ রানে খেলছিলেন রাদারফোর্ড। তার আগে অধিনায়ক ক্রিস লিন ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। ৫ উইকেটে ১৩৫ রান করে মন্ট্রিয়ল।
আগে ব্যাট করতে নেমে এদিন যতীন্দর সিংয়ের অপরাজিত ৫৬ রানে সারের স্কোরবোর্ডে জমা হয় ৫ উইকেটে ১৩০ রান। লিটন ছিলেন বিবর্ণ। ১৩ বলে ১২ রান করেন তিনি।