শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
কাপাসিয়ায় বিশিষ্টজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৮:১৯ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, ওসি  অপারেশন আশিকিন,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুর রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রদান,অধ্যক্ষ নুরুল ইসলাম, প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজিব ঘোষ,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির,আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিক মুজিবুর রহমান মিলন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।

এসময় বক্তারা উপজেলার শীতলক্ষ্যা নদীর  ভাঙন রোধ, অবৈধ দখল, বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম টিআর প্রকল্পের অধীনে উপজেলার সূর্য বালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২টি সাইকেল বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft