প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৫:১০ অপরাহ্ন
নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ ষোলোয় তারা সুইজারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।
অথচ ৫দিন আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লজ্জার হার দেখেছিল লা রোহারা। জাপানের কাছে বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে। শেষ ষোলোয় অবশ্য দারুণভাবেই তারা ঘুরে দাঁড়ালো। নিজেদের ফুটবল ইতিহাসে রচনা করলো ইতিহাস। প্রথমার্ধে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে চারবার!
অবশ্য ৫ মিনিটে বোনমাতির প্রথম গোলের পর ১১ মিনিটে আত্মঘাতী গোলে স্তব্ধ হয়ে গিয়েছিল স্পেন। ১৭ মিনিটে রেদোন্দো গোল করে অগ্রগামিতা ধরে রেখেছেন। ৩৬ মিনিটে জোড়া গোল করেছেন বোনমাতি। ৪৫ মিনিটে কোদিনা করেন চতুর্থ গোল। বিরতির পর ৭০ মিনিটে পঞ্চম গোলটি করেন হেরমোসো।
গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে স্পেন। জাপানের কাছে পরাজয় ছাড়া কোস্টারিকা ও জাম্বিয়াকে হারাতে পেরেছে। স্পেন তার পর নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে। অপর ম্যাচে জাপানও শেষ আটে জায়গা করে নিয়েছে। নরওয়েকে তারা হারিয়েছে ৩-১ গোলে।