শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ১০ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
হ্যাট্টিক জয়ের পর প্রথম হার সাকিবের মন্ট্রিলের
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

হ্যাট্টিক জয়ের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রথম হারের লজ্জা পেল সাকিব আল হাসানের মন্ট্রিল টাইগার্স। গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রাম্পটন উলভসের কাছে ১৫ রানে হেরেছে মন্ট্রিল। 

ম্যাচে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৮ রান করেন সাকিব। এই হারের পরও  ৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয়ে  ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে সাকিবের মন্ট্রিল।

কানাডার ব্রাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মন্ট্রিল। ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমনে আসা  সাকিবের  প্রথম বলে বাউন্ডারি মারেন পাকিস্তানের উসমান খান। 

তৃতীয় বলে ছক্কা হাঁকান কানাডার অ্যারন জনসন। ওভারের শেষ বলে জনসনের উইকেট উপড়ে ফেলেন সাকিব। ১টি ছক্কায় ৫ বলে ৬ রান করেন জনসন।

সাকিবের শুরুর ধাক্কা সামলে উঠে ১৯ দশমিক ৫ বলে ১৪৩ রানের সংগ্রহ পায় উলভস। ৪০ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় উলভসের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। 

মন্ট্রিলের  হয়ে ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্র্যাথওয়েট সংযুক্ত আরব আমিরাতের আয়ান আফজাল খান ৪টি করে উইকেট নেন। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব।

জবাবে ১৪৪ রানের টার্গেটে মন্ট্রিলের দুই ওপেনার দ্রুত ফিরলে পাওয়ার প্লের সুবিধা নিয়েছেন তিন নম্বরে নামা সাকিব। তার মারমুখী ব্যাটিংয়ে ৬ ওভারে ২ উইকেটে ৪২ রান পায় মন্ট্রিল। 

এসময় ৪টি চারে ১৫ বলে ২০ রান করেন সাকিব। দলের রান হাফ-সেঞ্চুরি পার করে দিয়ে অষ্টম ওভারে থামেন সাকিব। ৪টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৮ রান করেন বাংলাদেশী অলরাউন্ডার। 

দলীয় ৬১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে সাকিব ফেরার পর মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। এতে ৫ বল বাকী থাকতে ১২৮ রানে অলআউট হয় মন্ট্রিল। উলভসের নেদারল্যান্ডসের লোগান ভেন বিক৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন গ্র্যান্ডহোম।

এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft