প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন
বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের পাওনা পরিশোধে ৭ ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৬ জুন) এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর বলেন, জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের ৪০ কোটি ২১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।
এখন বকেয়া রয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ডলার। যদিও এয়ারলাইন্সের আন্তর্জাতিক সংগঠন- দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) দাবি করেছে বকেয়া ২১ কোটি ৪১ লাখ ডলার। সংস্থাটির এই দাবি সঠিক নয়।
তিনি আরও বলেন, দেশের সাত ব্যাংক এসব অর্থ ডিউ রেখেছিল। এসব ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে। তাই তাদের দ্রুত অর্থ পরিশোধ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
-জ/অ