মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নির্বাচনের কারণে বাড়ল মুরগির দাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন

এবার নির্বাচনের কারণে বাজারে সরবরাহ কমার অযুহাতে বেড়েছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা এবং সোনালি মুরগি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে।

নতুন করে মুরগির দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ ক্রেতারা অসস্তিতে পড়ছেন। বিক্রেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশেই নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, এতে মুরগির চাহিদা প্রচুর বেড়ে গেছে।

ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ার কারণে মুরগির দাম বেড়েছে। নির্বাচনের পর মুরগির বাজার ফের স্বাভাবিক হয়ে যাবে বলেও ব্যবসায়ীরা জানান।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা কাঁচাবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়।

এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগি কেজি বিক্রি হচ্ছে মানভেদে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হয় ৩০০ থেকে ৩১০ টাকায়।

জানতে চাইলে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী মো. আমজাদ হোসেন বলেন, বাজারে মুরগির সরবরাহ একদম কম, তাই দাম বাড়তি। 

সারা দেশেই নানা ধরনের অনুষ্ঠান চলছে, এতে ব্যাপকভাবে মুরগির প্রয়োজন হচ্ছে। তাই বাজারে চাহিদানুযায়ী মুরগি নেই। কারওয়ান বাজারের মেসার্স শ্রীপুর হাউজের মুরগি ব্যবসায়ী কামাল হোসেন বলেন, দাম বেড়ে সোনালি মুরগি ৩৪০ টাকায় উঠে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft