বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী    প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে    রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী     ভোটের মাঠে নয়া সমীকরণ, ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় বিএনএম   
কাপাসিয়ায় পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবা সংক্রান্ত মতবিনিময়
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন

গাজীপুরের পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাপাসিয়া জোনাল অফিসের আয়োজনে শুদ্ধাচার ও গ্রাহক সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল কাপাসিয়া জোনাল অফিসের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সিনিয়র জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে কাপাসিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ রুহুল আমিনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার  একেএম গোলাম মোর্শেদ খান,  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পরিষদের সচীব ড. নূরুল ইসলাম,  কাপাসিয়া পুলিশ পরিদর্শক তদন্ত মো. আজিজুর রহমান,সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম, এফ এম কামাল হোসেন, শামসুল হুদা লিটন, বেলায়েত হোসেন শামীম,আক্রাম হোসেন রিপন,শাকিল হাসান, আনিসুল ইসলাম প্রমুখ।
  
মতবিনিময় সভায় বক্তারা বিদ্যুৎ এর বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করে বলেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সমাজের এক শ্রেণির মানুষ উঠেপড়ে লেগেছে।  

তাঁরা যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে আমাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। পল্লী বিদ্যুৎ এর কোন কর্মকর্তা কর্মচারীর ব্যবহারে কোন গ্রাহক নুন্যতম কষ্ট না পায় এদিকে লক্ষ্য রেখে সেবা প্রধান করতে হবে। 

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ যাতে বিদ্যুৎ এর সঠিক বন্টন হয়  এ বিষয়ের উপর সরাসরি নজরদারি করার জন্য  জিএম কে বিশেষ অনুরোধ করা হয়। দালান দৌরাত্ম্যের বিষয়ে  ডিজিএম কাপাসিয়া এখন থেকে আরো বেশি খবরদারি করবেন বলে আশ্বস্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft