প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
আজকের (৫ জুন) বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে আগামী ১০ জুন সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সমাবেশকে ঘিরে প্রশাসনেরও সহযোগিতা চেয়েছে দলটি।
সোমবার (৬ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। পূর্বঘোষিত ৫ জুনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাস্তবায়নের অনুমতি না দেয়ায় অনুষ্ঠানে আয়োজন করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিয়েছিল জামায়াত।
সোমবার সংবাদ সম্মেলনে বলা হয়, আজকের কর্মসূচি স্থগিত করে শনিবার (১০ জুন) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সবার সহযোগিতা পাবো। পুলিশ প্রশাসন যেন গণতন্ত্র বিরোধী, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে নিজেদের প্রতিবন্ধক হিসেবে দাঁড় না করায় আমরা সেই আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গেলো সোমবার জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল বিক্ষোভের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে আটক হয়েছিল। যদিও কিছু সময় পর তাদের ছেড়ে দেয়া হয়।
জ/আ