বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নগরকান্দা উপজেলা আ'লীগের সম্মেলন আবারও স্থগিত
ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭:৩৮ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। ২২ নভেম্বর বুধবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিতের এ তথ্য জানানো হয়। 

২৩ নভেম্বর বুধবার নগরকান্দা সদরে অবস্থিত জেলা পরিষদ হল রুমে এ সম্মেলন হওয়ার কথা ছিলো। গত ১৭ অক্টোবর এ সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন জেলা কমিটি। 

এ নিয়ে তিন বারের মতো সম্মেলন স্থগিত করা হলো। ২০১২ সালের ২৩ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে সর্বশেষ কমিটি গঠণ করা হয়েছিল। এরপর তিনবার এ সম্মেলন স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যু বার্ষিকী।

 তাই সম্মেলনের তারিখ সাময়িক পরিবর্তন পূর্বক, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহিদ আলোচনা সাপেক্ষে সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষনা করা হবে।

সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, সম্মেলন সফল করার জন্য সব প্রস্ততি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম।

 প্রায়ত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যু বার্ষিকী ও সম্মেলন একই দিন হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে জেলা কমিটি সম্মেলন সাময়িক স্থগিত করেছেন। 

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার আমাদের দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

একই দিনে সম্মেলন না করে তা স্থগিত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সম্মেলন স্থগিতের চিঠি আমরা হাতে পেয়ে়ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft