বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ফরহাদ মেম্বারের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৮:৪০ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম ফরহাদ এর স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ভোটার এলাকার বাসিন্দারা।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে মরহুম মেম্বারের ভোটার এলাকা অধীনস্থ রেনু মিয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আলোচনা করেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচ খায়রুল আনম চৌধুরী সেলিম, সুবর্নচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বাহার উদ্দিন খেলোন, চর জব্বার ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক,চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার ডিপটি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য ওমর ফারুক বিপ্লব, মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আলমগীর হোসেন, রেনু বাজার জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, চর মজিদ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজউদ্দীন, রেনু বাজার সপ্রবি প্রধান শিক্ষক আবদুল হামিদ,উপজেলা যুবলীগের সাবেক সদস্য কামরুল হোসেন টুটুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল শুভ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আরিফ প্রমুখ।

এ সময় বক্তারা, মরহুম মেম্বারের প্রশংসনীয় কাজের স্মৃতিচারণ করেন। ভবিষ্যতে তাদের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সভায় উপস্থিত মরহুম সাইফুল ইসলাম ফরহাদ মেম্বারের ছেলে আশ্রাফুল ইসলাম নিলয় (৯) কে দেখতে পেয়ে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।


পরিশেষে মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ পরিবারের জীবিত সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেনু বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু জাহেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft