বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বদলেছে ভোলার বক্ষব্যাধি ক্লিনিক, সেবায় সন্তোষ
সাব্বির আলম বাবু , ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:১২ অপরাহ্ন

ভোলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে বাড়ছে সেবার মান। ক্লিনিকে সেবার মান বাড়াতে জেলা সিভিল সার্জন কর্মচারীর সংখ্যা বাড়িয়েছেন। সঙ্গে বাড়ানো হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। বর্তমানে ক্লিনিকের সেবার মানে সন্তুষ্ট রোগীরা। একই সঙ্গে ক্লিনিকের পরিবেশও স্বাস্থ্যসম্মত করেছে কর্তৃপক্ষ। 

জানা যায়, ভোলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে কয়েক বছর আগেও দুর্গন্ধে যাওয়া ছিল দায়। নাকে রুমাল চেপে ঢুকতে হতো রোগীদের। সেই ক্লিনিকের মেঝেতে বসানো হয়েছে নতুন টাইলস। দেয়ালে করা হয়েছে রং। ঝকঝকে পরিচ্ছন্ন পরিবেশ। নেই কোনো দুর্গন্ধ। এদিকে ক্লিনিকে ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাতি। কর্মকর্তা-কর্মচারীর সংকট ছিল চরমে।

 এ সময় রোগী আসত না এই ক্লিনিকে। ফলে ক্লিনিকের অনেক কক্ষই ছিল পরিত্যক্ত ও অব্যবহৃত। বর্তমানে সেই পরিবেশেরও উন্নতি ঘটেছে। রোগী ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, পুরোনো এ ক্লিনিক নতুন করে রং করা হয়েছে। ক্লিনিকে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন, অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিন, টিভি পরীক্ষা করার জন্য মাইক্রোস্কোপসহ আধুনিক যন্ত্রপাতি। বাড়ানো হয়েছে কর্মকর্তা-কর্মচারীও।

দুই সপ্তাহ আগে ক্লিনিকে সাকিব নামের একজন অ্যান্টিল্যাব ও রাখী নামে একজন রেডিওগ্রাফার নিয়োগ পেয়েছেন। ঢাকার শ্যামলীর এনটিভি থেকে মাসিক চুক্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

কথা হয় ক্লিনিকের হোম ভিজিটর খায়রুন নেছার সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ ক্লিনিকে কর্মরত রয়েছি। আগে মোজাইক করা মেঝে পরিষ্কার করলেও ময়লা যেত না। তাই দুর্গন্ধ ছড়াত। কিন্তু এখন মেঝেতে টাইলস বসানো হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। রোগীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। রোগীরা অনেকটা বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে। 

ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড রেডিওলজি রাখী বলেন, ক্লিনিকে নতুন একটি আধুনিক এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। উকিল পাড়ার বাসিন্দা সাইফুন নেছা বলেন, গত বুধবার বক্ষব্যাধি ক্লিনিকে এসে বিনা মূল্যে স্বামীর কফ পরীক্ষা করিয়েছি। ক্লিনিকের পরিবেশ আগের চেয়ে ভালো।

 এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র কনসালট্যান্ট (ভারপ্রাপ্ত) সিফাত বিনতে আলমগীর বলেন, বর্তমান সিভিল সার্জনের সহযোগিতায় ক্লিনিকে সেবার মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ক্লিনিকের বাইরে কোনো সাইনবোর্ড ছিল না। এখন গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতায় সাইনবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগির ক্লিনিকের সামনে সাইনবোর্ড ঝোলানো হবে। তবে এখনো অনেক কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। সেসব শূন্য পদ পূরণ হলে ক্লিনিকটির পরিবেশ পাল্টে যাবে।

এ ব্যাপারে ভোলার সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান বক্ষব্যাধি ক্লিনিক ও হাসপাতালটি পরিদর্শন করে বলেন, বর্তমানে ক্লিনিকের বাইরের এবং ভেতরের পরিবেশ ভালো। এক্স-রে মেশিন ও জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। রোগী কম এলেও তাঁরা অনেকটা বিনা মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। কিছুসংখ্যক জনবলের দরকার। সেটাও চেষ্টা করা হচ্ছে। তখন এ ক্লিনিকের দৃশ্যপট পাল্টে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft