প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন
এডিস মশাবাহিত জ্বর ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৪ জন মারা গেছে। এরমধ্যে ১ জন ঢাকার এবং ৩ জন ঢাকার বাইরের। এসময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৩৯ জন।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৭১ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১৫ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে ১৭৪ জন ভর্তি হয়েছেন।