প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১:০৬ অপরাহ্ন
বঙ্গবন্ধু সেতুর উপর একটি ট্রাককে বাস ধাক্কা দেওয়ায় একটি লেনে দেড় ঘণ্টা ও আরেকটি লেনে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় সেতুর উভয় প্রান্তে যানজট তৈরি হয়।
সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বাপ্পী জানান, রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে ঢাকা থেকে উত্তর বঙ্গগামী একটি বাস সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি বিকল হয়ে পরলে ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী লেন দিয়ে উদ্ধারকারী ক্রেন ঢোকায় সেটিও বন্ধ হয়ে যায়। ফলে সেতু উভয় প্রান্তে যানজটের সৃষ্টি হয় ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। উদ্ধার কাজের জন্য ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন উদ্ধারকারী ক্রেন অবস্থান করায় দেড় ঘণ্টা ও উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী লেন আধঘণ্টা বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষ হলে রাত ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।