প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ অপরাহ্ন
করোনাকালীন ক্ষতিগ্রস্থ সমবায় ও পল্লী উদ্যোক্তাগণের মাঝে ৪ শতাংশ সেবামূল্যে প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বান্দরবান সদর এর আয়োজনে এই প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বান্দরবান জেলার উপ-পরিচালক সুইক্রা চিং মার্মা, বান্দরবান সদর ইউসিসি লিঃ (বিআরডিবি) এর চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তৈয়ব সহ আয়োজক প্রতিষ্ঠান এর কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
এদিন ১৭ জন বিআরডিবি এর উপকারভোগী সদস্যের মাঝে ৩২ লাখ ৫০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়। দুই বছর নির্ধারিত সময়কালে এই ঋণ পরিশোধ করবেন এই শর্তে বিআরডিবি সদস্যরা এই ঋণ পাচ্ছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গত এক বছরে কয়েকটি ধাপে ১ কোটি ৩৬ লাখ টাকার সহজ শর্ত ও স্বল্প সুদে এসএমই ঋণ বিতরণ করেছে।
উল্লেখ্য, করোনা মহামারিতে অনেক বিআরডিবি সদস্য অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। প্রান্তিক পর্যায়ের এ সকল উদ্যোক্তা যাদের কোন ব্যাংকের সঙ্গে লেনদেন নেই, তাদেরকে প্রধানমন্ত্রী ঘোষিত স্বল্প সুদে প্রণোদনা ঋণের আওতায় আনা হয়েছে। এরই অংশ হিসেবে সারাদেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদস্যরা এই প্রণোদনা ঋণ এর সুবিধা পাচ্ছে।