মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
কাবুলে মসজিদে বিস্ফোরণ, অনেক হতাহতের শঙ্কা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করছে পুলিশ। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার রাতে নামাজ চলাকালে কাবুলের ওই মসজিদে হামলার ঘটনা ঘটে। ইমারজেন্সি নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণে সিদ্দিকী নামে ওই মসজিদের ইমাম নিহত হয়েছেন।

তবে কারা হামলা করেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, রাজধানীর অদূরে ওই বিস্ফোরণস্থলে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

কাবুলে কার্যক্রম পরিচালনাকারী ইতালিভিত্তিক সংস্থা ইমারজেন্সি বলেছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে তারা।

বেসরকারি সংস্থাটি বলছে, বিস্ফোরণে আহত ২৭ জনকে পেয়েছে তারা। এর মধ্যে পাঁচটি শিশু আছে। এক শিশুর বয়স মাত্র সাত বছর।

তালেবানের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে ৩৫ জন আহত অথবা নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শক্তিশালী একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, কাবুলের খায়ের খানা এলাকার একটি মসজিদে নামাজ চলাকালে বিস্ফোরণ হয়।

তালেবানের একজন মুখপাত্র বলেছেন, তারা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft