মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
এশিয়া সফরের শেষ গন্তব্য জাপানে ন্যান্সি পেলোসি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১১:১১ অপরাহ্ন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) জাপান পৌঁছেছেন। তার বিতর্কিত এশিয়া সফরের শেষ গন্তব্য এটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

টোকিওর ইয়োকোটা বিমানঘাঁটিতে অবতরণের পর জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও অপর কর্মকর্তাদের সঙ্গে আলিঙ্গন ও করমর্দন করেন পেলোসি। ন্যান্সি পেলোসির এই সফর ছিল গত ২৫ বছরের মধ্যে উচ্চ পর্যায়ের কোনও মার্কিন কর্মকর্তা হিসেবে তাইওয়ান আগমণ। তার তাইওয়ান সফরের একদিনের মাথায় স্বশাসিত দ্বীপটি ঘিরে থাকা জলসীমায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন।

চীনের টানা হুমকি অগ্রাহ্য করে ৮২ বছরের এই মার্কিন রাজনীতিক গতকাল বুধবার তাইওয়ানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেছেন, তার এই সফর স্পষ্ট করেছে যে, গণতান্ত্রিক তাইওয়ানকে পরিত্যাগ করবে না যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পর পেলোসির এটিই প্রথম জাপান সফর। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া থেকে জাপান পৌঁছান। দক্ষিণ কোরিয়ায় তিনি উত্তর কোরিয়া সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক ও নাস্তা করবেন মার্কিন স্পিকার। এসময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করবেন। জাপানের প্রতিনিধি পরিষদের স্পিকার হিরোউকি হোসোদার সঙ্গেও তার বৈঠক করার সূচি রয়েছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জাপান। তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া নিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক বিরোধে জড়িয়েছে দেশটি। পেলোসির অবতরণের আগমুহূর্তে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, মহড়ায় চীনের ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র তাদের এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনে এসে পড়েছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft