মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭:২৮ অপরাহ্ন

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা উত্তর ও দক্ষিণসহ সব সিটি করপোরেশন এলাকায় এবং ৩১ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ পালন করবে।

গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দলের স্থায়ী কমিটি বিক্ষোভ কর্মসূচির তারিখ নির্ধারণ করেছে। আগামী ২৯ জুলাই ঢাকা উত্তর সিটি ইউনিট এবং পরদিন ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের কর্মসূচি পালন করবে।

বিএনপি মহাসচিব বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই সরকার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে এই সমস্যাকে জটিল করে তুলেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ নেয়নি। কারণ তাতে বিদেশ থেকে গ্যাস আমদানি করা যাবে না। আর সেটা না করার মূল লক্ষ্য হচ্ছে চুরি এবং সরকারের নিজস্ব ব্যবসায়ীদের দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ করে দেওয়া। শুধুমাত্র দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।

লোডশেডিং, জ্বালানি, গ্যাসসহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে, জাতির সামনে বিএনপির পক্ষ থেকে শিগগিরই নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft