বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
কানাডায় গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৩, আহত ২
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন

কানাডায় বন্দুকধারীর গুলিতে বন্দুকধারীসহ দুই ব্যক্তি নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। 

সোমবার (২৫ জুলাই) ভোররাতে ভ্যাঙ্কুভারের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। খবর এএফপি, এনডিটিভির।

পুলিশ জানায়, আগের প্রতিবেদনে ধারণা করা হয়েছিল, হামলাকারী গৃহহীন লোকদের লক্ষ্য করে থাকতে পারে। কিন্তু ভ্যাঙ্কুভারের শহর ল্যাংলির কর্তৃপক্ষ অবশ্য তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

সংবাদ সম্মেলনে ল্যাংলি পুলিশের প্রধান গালিব ভায়ানি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি বন্দুকধারী একা ছিল, যার হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে দুজন মারা গেছে। আহতদের মধ্যে একজন নারী, তার অবস্থা গুরুতর। এছাড়া অপর আহত ব্যক্তির পায়ে গুলি লেগেছে।

ভায়ানি বলেন, কর্তৃপক্ষ এখনও ভুক্তভোগী ও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, তা নিশ্চিত হতে কাজ করছে।

এ হত্যাকাণ্ডের মৃত ব্যক্তিদের বিষয়ে তদন্তকারী ডেভিড লি বলেন, এই মুহূর্তে আমরা এই ব্যক্তিদের সঠিক প্রকৃতি নির্ধারণ করতে চেষ্টা করছি। আমরা এখনও নিশ্চিত করতে পারছি না যে তারা আসলে গৃহহীন।

উল্লেখ্য, কানাডা ২০২০ সালের মে মাসে এক হাজার ৫০০ ধরনের সামরিক-গ্রেডের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছিল। সেসময় দেশটির সবচেয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনায় নোভা স্কটিয়ার গ্রামীণ এলাকায় ২৩ জন নিহত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft