প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
মুশফিক-লিটনের ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে। দুর্দান্ত ব্যাটিংয়ের পর টাইগার বোলাররা শুরুটা ভালো করতে পারেননি।
মঙ্গলবার প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ ওভার।
মাঠ ছাড়ার আগে ওশাদা ফার্নান্দোর রান ছাড়িয়েছে অর্ধ-শতকের কোটা। ওয়ানডে মেজাজে লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে ইনিংস বড় করেছেন। তবে দিনের শেষ দিকে কুশাল মেন্ডিসের উইকেট স্বস্তি দিয়েছে বাংলাদেশকে।
তৃতীয় দিনে শ্রীলংকাকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেছে টাইগার বাহিনী। শুরুতেই কুশাল রাজিথার উইকেট তুলে নিয়েছেন ইবাদত, এরপর সাকিব ফিরান লঙ্কান অধিনয়ককে। এখন ক্রিজে আছেন ডি সিলভা ও এনজেলা মেথিউস।
এর আগে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ১৪৩ রান। ১২৭ বলে ৭০ রান নিয়ে অপরাজিত থাকেন করুনারত্নে। ১১ বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন কুশান রাজিথা।
রিপোট লেখা পযর্ন্ত শ্রীলংকার সংগ্রহ ৫৯ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান।
জে/ আল