বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আলভেসের চোখে ব্যালন ডি’অরের দাবিদার বেনজেমা
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ২:২৩ অপরাহ্ন


চলতি মৌসুমে দাপটের সঙ্গে খেলছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই মৌসুমে ৪৩ ম্যাচে করেছেন ৪৩ গোল। যে কারণে রিয়াল মাদ্রিদও পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। শুধু তাই নয় চার ম্যাচ আগেই রিয়াল লা লিগার শিরোপাও নিশ্চিত করে ফেলেছে। তাইতো বেনজেমাকে এবারের ব্যালন  ডি’অরের সবচেয়ে বড় দাবিদার মানছেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার দানি আলভেস।

চলতি মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে ২৬ গোল করে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি, গোল বানিয়ে দেয়ার দিক দিয়েও যৌথভাবে শীর্ষে বেনজেমা (১১ অ্যাসিস্ট)। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরেও এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ গোল তার।

ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে বেনজেমাকেই তাই ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার মানছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস। ব্রাজিলিয়ান এই সুপারস্টার বলেন, ‘সে (বেনজেমা) যা করছে তার ওপর ভিত্তি করে এই পুরস্কার তার জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে চ্যাম্পিয়ন্স লিগ এক্ষেত্রে বড় প্রভাবক হতে পারে। যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, তাহলে সে পুরস্কারের বড় দাবিদার হবে। সে অনেক পরিশ্রম করছে, দলকে একাই টেনেছে, এটা তার প্রাপ্য।’

গেল বছরের নভেম্বরে বার্সেলোনায় দ্বিতীয়বারের মতো নাম লেখান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছিলেন তিনি। মার্কার সঙ্গে আলাপচারিতায় আগামী মৌসুমেও তাকে ব্লগরানাদের জার্সিতে দেখা যাবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে জানি না কী হবে। তবে আমি বার্সায় খেলে খুব আনন্দ পাই। আমি এখানে পুনরায় ফিরে আসার জন্য পাঁচ বছর লড়াই করেছি। আমার লক্ষ্য ছিল এখানে এসে দেখানো যে, আমি এখনো অবদান রাখতে পারি।’

আলভেস ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন। আট বছরে ক্লাবটির হয়ে ছয় বার লা লিগা এবং তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। ২০১৬ সালে বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। সেখান থেকে পিএসজি ও সাও পাওলো ঘুরে আবারও বার্সেলোনায় ফিরে আসেন ৩৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft