প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১০:১৯ অপরাহ্ন
রুবলের মাধ্যমে লেনদেন ছাড়া বন্ধু নয় এমন কোনো দেশকে আগামীকাল ১লা এপ্রিল থেকে গ্যাস দেবে না রাশিয়া। এমন ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন এ ঘোষণা দেন বলে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কিনতে হলে বিদেশি ক্রেতাদের অবশ্যই রাশিয়ার মুদ্রায় লেনদেন করতে হবে। এমনকি বৈদেশিক মূদ্রা লেনদেনের জন্য ১লা এপ্রিল থেকে রাশিয়ার ব্যাংকে বিশেষ অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর রাশিয়ার ব্যাংকগুলো তা রুবল ক্রয়ের জন্য ব্যবহার করবে। এরপর তা বিল আকারে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, যদি এই ধরনের অর্থ লেনদেন না করা হয় তাহলে ক্রেতাদের জন্য সেটা অযোগ্যতা বলে বিবেচিত হবে।
পুতিন আরও বলেন, কেউ বিনা মূল্যে আমাদের কাছে কিছু বিক্রি করে না এবং আমরাও দাতব্য সেবা দিচ্ছি না। চলমান সব চুক্তি বন্ধ করা হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জার্মানি ও ইতালির মতো দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভর করে।