বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মানিকগঞ্জে মসজিদ থেকে ঈমামের লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ২:৫৩ অপরাহ্ন


মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইমাম মোঃ ফেরদৌস ইসলাম (৩০) বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

গত দেড় মাস ধরে তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। সেই সুবাদে মসজিদের সাথে একটি কক্ষে তিনি থাকতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিমের বরাতে জানা যায়, মৃত্যুর আগ মুহূর্তে মুসল্লিদের জামাতে এশার নামাজ পড়েছেন তিনি। নামাজ শেষ করে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে তিনি এ ঘটনা ঘটান। ইমামের রুমের জানালা একটা অংশ খোলা থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পুলিশে জানালে ঘটনাস্থল থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় তার সাথে একটি হেডফোন মোবাইলের সাথে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলতে বলতেই সে আত্মহত্যা করেছে। 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' পাশের একটি টেবিলে এই চিরকুট পাওয়া গেছে বলে জানান ওই ইউপি সদস্য।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, 'প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যুর একটি ফাইল রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft