বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বাবরদের সামনে অজিদের রানের পাহাড়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১০:০৭ অপরাহ্ন


আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতেই ফিরেন জাহিদ মাহমুদের বলে। হেড টানা সেঞ্চুরি করতে না পারলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন বেন ম্যাকডারমট। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানের উৎসব করেছে সফরকারি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৩১৭ রান করলেও দ্বিতীয় ম্যাচে তাদের সংগ্রহ ৩৪৮ রান। অর্থাৎ বাবরদের জয় পেতে হলে করতে হবে ৩৪৯ রান।

বৃহস্পতিবার (৩১ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়। প্রথম ম্যাচের মতোই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক বাবর আজম।

এ ম্যাচে পাকিস্তান জিততে না পারলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিবে অস্ট্রেলিয়া। তাই শেষ ম্যাচটি হবে পাকিস্তানের হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচ। এর আগে অজিরা ১-০ তে টেস্ট সিরিজও জিতে নিয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে এক রান যোগ করতেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অজিরা। কোনও রান করার আগেই তাকে এলবির ফাঁদে ফেলেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় উইকেটে আগের ম্যাচের সেঞ্চুরি হেড ও ম্যাকডারমট করেন ১৬২ রানের জুটি। দলীয় ১৬৩ রানে ব্যক্তিগত ৮৯ রান করে জাহিদ মাহমুদের বলে আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেড। তার আগে অবশ্য তিনি ৭০ বলে ৬ চার ও ৫ ছয়ে করেন ৮৯ রান। 

এরপর তৃতীয় উইকেটে লাবুশানেকে নিয়ে ম্যাকডারমট গড়েন ৭৪ রানের জুটি। এর মধ্যে সেঞ্চুরি তুলে নেন ম্যাকডারমট। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। প্রথম ম্যাচে ম্যাকডারমট করেন ৫৫ রান। শতরানের পথে ম্যাকডারমট ১০৮ বলে ১০ চার ও ৪ ছয়ে করেন ১০৪ রান। দলীয় ২৩৭ রানে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হয়ে ফেরেন তিনি। এরপর মার্নাস লাবুশানে ৫৯ রান, মার্কাস স্টয়নিস ৪৯ রান ও শেষ দিকে শ্যান অ্যাবট করেন ১৬ বলে ২৮ রান। এতে দলীয় স্কোর গিয়ে ঠেকে ৮ উইকেটে ৩৪৮ রান।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪টি, মোহাম্মদ ওয়াসিম ২টি, জাহিদ মাহমুদ ও খুশদিল শাহ একটি করে উইকেট লাভ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft